নেত্রকোনার সদরে বীজতলার নেট জাল চুরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সৃষ্ট সংঘর্ষে আহতদের মধ্যে কেবাইতুল মিয়া (২৩) নামের যুবক চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা গেছেন। দীর্ঘ ১৮ দিন ঢাকায় চিকিৎসাধীন থেকে রবিবার মৃত্যুর পর লাশ ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। ঘটনাটি জেলা সদরের মদনপুর ইউনিয়নের নন্দিপুর গ্রামের। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি মামলা। নিহত যুবক নন্দিপুর গ্রামের আবু ওবায়দু রতনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার নন্দিপুর গ্রামের কেবাইতুলের সাথে বীজতলার নেট জাল চুরিকে কেন্দ্র করে গত ১ ডিসেম্বর একই গ্রামের জানু মিয়ার ঝগড়া হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কেবাইতুল মিয়াসহ উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়। এ নিয়ে পাল্টাপাল্টি মামলাও করেছে উভয়পক্ষই। ঘটনার পর আহতদের নেত্রকোনা, ময়মনসিংহ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন কেবাইতুল। পরে লাশ ময়নাতদন্ত শেষে স্বজনরা সোমবার দাফন করে নিজ গ্রামে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, সংঘর্ষে আহত একজন মারা গেছে। তারা থানায় না এসে আদালতে মামলা করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।