বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন ৬টি কেন্দ্র চালু করা হবে। ফলে সারাদেশে বিটিভির ১০টি চ্যানেল হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রবিবার (১৯ ডিসেম্বর) বিকালে বিটিভি চট্টগ্রামের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিটিভি চট্টগ্রাম কেন্দ্র আজ থেকে সারাদেশে দেখা যাবে। এটা আর কোনো আঞ্চলিক টেলিভিশন চ্যানেল নয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটা দেখা যাবে। মোবাইল অ্যাপস ব্যবহার করেও যে কেউ বিটিভি দেখতে পারবে।
তিনি জানান, বর্তমানে সারাদেশে বিটিভির চারটি কেন্দ্র রয়েছে। সামনে আরও ছয়টি কেন্দ্র করা হবে। এ প্রস্তাব একনেক সভায় পাস হয়েছে।