নাটোরের সিংড়া পৌর এলাকার বালুভরা মহল্লায় অসুস্থ আলো খাতুনের পাশে দাঁড়ালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সামাজিক যোগাযোগ মাধ্যম ও পত্রিকায় প্রকাশিত হলে আইসিটি প্রতিমন্ত্রীর নজরে আসে।
রবিবার দুপুর ১ টায় প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আলোর পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সহ সভাপতি খলিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রবিন খান, কোষাধ্যক্ষ লিটন আলী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি, সাহিত্য ও পাঠাগার সম্পাদক সামাউন আলী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সরকার, দৈনিক পুনরুত্থান পত্রিকা নাটোর প্রতিনিধি ও নাটোর কন্ঠ পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি বেল্লাল হোসেন বাবু সহ সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে অসুস্থ আলো খাতুন। তাঁর চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে দিনমজুর সাইফুল ইসলামের। দুদিন আগে খবর পেয়ে মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা তাঁকে নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে।