ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে- হুইপ নূর-ই-আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, ডিসেম্বর ১২, ২০২১

প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছে- হুইপ নূর-ই-আলম চৌধুরী
জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, প্রবাসীরাই আমাদের অর্থনৈতিক শক্তি। এই শক্তির কারণেই আমরা করোনা মহামারিতেও এখন পর্যন্ত ভালো অবস্থানে রয়েছি। প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার ওপর যে গুরুত্ব দিয়েছে তা কাজে লাগাতে হবে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মাদারীপুরের শিবচরে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তালুকদার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের ছেলে মেয়েদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে যদি বিদেশে পাঠানো হয় তবে বিদেশের মাটিতে তাদের আর ছোট কাজ করতে হবে না। ফুল বিক্রি করে পরিবারের খরচ দিতে হবে না। তারা তাদের যোগ্যতার ভিত্তিতে কাজ পাবে, ন্যায্য পারিশ্রমিক পাবে।

কলেজের অধ্যক্ষ মো. মহসিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ অন্যরা।