Can't found in the image content. শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ধানমন্ডিতে খাবার বিতরণ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ধানমন্ডিতে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০২৪

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ধানমন্ডিতে খাবার বিতরণ
আজ দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন উপলক্ষে সভানেত্রী রাজনৈতিক কার্যালয় ধানমন্ডি ৩/এ এর সামনে সাবেক ছাত্রনেতাদের পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় জননেত্রী শেখ হাসিনার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। সাবেক ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া,সাবেক সহ-সম্পদক এনামুল হক প্রিন্স,সাবেক উপ-অর্থ সম্পাদক তড়িৎ চৌধুরী প্রমুখ।

আনোয়ার হোছাইন বলেন আমরা বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাবার জন্য জতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প কোন নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগে নাই। তাই আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে সততা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছি তারা মনে করি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী  শেখ হাসিনাকে এইদেশের জনগণ আবারো তাদের নেতৃত্বের আসনে বসাবে।