Can't found in the image content. শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হরিনি অমরসুরিয়া
শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে হরিনি অমরসুরিয়াকে বেছে নিলেন দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট কুমারা দিশানায়েকে। প্রধানমন্ত্রীর পাশপাশি বিচার, শিক্ষা, স্বাস্থ্য এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে।

হরিনি লিঙ্গ সমতা এবং সংখ্যালঘু অধিকার বিষয়ে কাজ করেন। ৫৪ বছর বয়সী এই রাজনীতিক একসময় সমাজবিজ্ঞানের প্রভাষক ছিলেন। খবর হিন্দুস্তান টাইমস

শ্রীলঙ্কায় এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা ছিল ১ কোটি ৭০ লাখ। নির্বাচনে মোট ৩৮ জন প্রার্থী অংশ নিয়েছিলেন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, সাজিথ প্রেমাদাসা এবং অনুরা কুমারা দিশানায়েক এই তিন জনের মধ্যে।

নির্বাচনে শতকরা ৪৩ দশমিক ৩২ শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন দিশানায়েকে। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন প্রেমাদাসা এবং বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাবিংহে হয়েছেন তৃতীয়।