ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪ |

EN

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি রেজাউল হক

আদালত প্রতিবেদক | আপডেট: শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি রেজাউল হক
৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালে চেম্বার জজ হিসেবে মনোনীত হয়েছেন আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক।

এ বিষয়ে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, প্রধান বিচারপতি ৮ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর কোর্টের চলমান অবকাশকালে আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন জজ হিসেবে বিচারপতি মো. রেজাউল হককে মনোনীত করেছেন।

বিচারপতি মো. রেজাউল হক ০৯, ১১, ১২, ১৮, ১৯, ২৩, ২৪ ও ৩০ সেপ্টেম্বর এবং ০২, ০৭, ০৮, ১৬ ও ১৭ অক্টোবর অবকাশকালীন জজ হিসেবে সকাল ১১টা থেকে শারীরিক উপস্থিতিতে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।