ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে নিশ্চিন্তে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে নিশ্চিন্তে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খোঁজার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে চীনা ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিশ্চিন্তে বিনিয়োগ আরো বাড়ানোর।  দ্বিপাক্ষিক সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার (৯ জুলাই) সকালে বেইজিংয়ের একটি হোটেলে ‘বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগ সুবিধা’ শীর্ষক সম্মেলনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। 

বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থান। বিনিয়োগ আরো সহজ করতে সব খাতে প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 

এসময় রফতানি আয় বাড়াতে বাংলাদেশী ব্যবসায়ীদেরকে চীনের সাথে ব্যবসা বাড়ানোর পরামর্শ দেন তিনি। এর আগে চারদিনের সফরে সোমবার বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক কৌশলগত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করতে দু’দেশের মধ্যে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানিসহ ২২টি সমঝোতা স্মারক সই হতে পারে।  সফরের প্রথম দুদিন চীনের রাষ্ট্রপতি শি জিং পিং এবং প্রধানমন্ত্রী লিকোসিয়ানের সাথে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ পার্শ্ববৈঠক হবার কথা রয়েছে।