Can't found in the image content. যারাই দুর্নীতি করবে ধরবো: প্রধানমন্ত্রী | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

যারাই দুর্নীতি করবে ধরবো: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, জুন ২৯, ২০২৪

যারাই দুর্নীতি করবে ধরবো: প্রধানমন্ত্রী
দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি। সে যে হোক, দুর্নীতি করলে কারও রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা ধরবো।’

শনিবার (২৯ জুন) বিকালে জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা এসব কথা বলেন।অধিবেশনের সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নযোগ্য। 

চ্যালেঞ্জ নিয়েই  সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করতে সক্ষম বাংলাদেশ। নির্বাচনি ইশতেহারকে বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন। 

বিদেশি ঋণ পরিশোধের সক্ষমতা ও মূল্যস্ফীতির প্রসঙ্গও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বলেন, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযান নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটা বিভাগীয় শহরেই মেট্রোরেল হবে বলেও জানান সরকার প্রধান।