Can't found in the image content. প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় সেনাবাহিনী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে: সেনাপ্রধান | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় সেনাবাহিনী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক | আপডেট: শনিবার, জুন ২২, ২০২৪

প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় সেনাবাহিনী বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ঢাকা সেনানিবাসে কর্মরত সামরিক কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনা সদস্যদের উদ্দেশ্যে বিদায়ী দরবার গ্রহণ এবং মতবিনিময় করেছেন। 

শনিবার (২২ জুন) সকালে সেনাবাহিনী প্রধান তাঁর বিদায়ী দরবারে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি আধুনিক এবং চৌকস বাহিনী হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

সেনাপ্রধানের দায়িত্ব পালনের সময় সর্বাত্মক সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যক্ত করেন শফিউদ্দিন আহমেদ। 

দরবারে ঢাকা সেনানিবাসে কর্মরত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাগণসহ অন্যান্য কর্মকর্তাগণ, জেসিও ও অন্যান্য পদবির সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন।