Can't found in the image content. ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে ১২০০ জন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে ১২০০ জন

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, জুন ১৯, ২০২৪

ঈদে অতিরিক্ত খেয়ে হাসপাতালে ১২০০ জন
ঈদুল আজহায় অতিরিক্ত খাবার খেয়ে পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অসুস্থ হয়ে পড়েছেন অনেক মানুষ। এদের মধ্যে প্রায় ১২০০ জনকে হাসপাতালে ভর্তি হয়েছে মঙ্গলবার (১৮ জুন)।

শুধুমাত্র পেশোয়ারে ২৪ ঘণ্টায় পাকস্থলী ও অন্ত্রের রোগে ৬১০ জন আক্রান্ত হওয়ার তথ্য জানা যায়। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খেয়েছেন। এছাড়া পশুর দ্বারা আক্রান্ত হয়ে লেডি রিডিং হাসপাতালে অনেকে এসেছিলেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আর পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় ২ হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া এবং পেটের ব্যথা নিয়ে এসেছিলেন। একইভাবে লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জন এবং সার্ভিসেস হাসপাতাল, গঙ্গা রাম ও মায়ো হাসপাতালে ১০০ জন করে রোগী চিকিৎসা নিয়েছেন।

ঈদের সময় পরিমাণমত গোস্ত খেতে এবং অতিরিক্ত খাবার না খেতে সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন