এবার কুরবানির সাড়ে ২৩ লাখ পশু বিক্রি হয়নি। সোমবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয় ঈদের জন্য মোট গবাদিপশু মজুত ছিলো ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি। এরমধ্যে সারা দেশে মোট ১ কোটি ৬ লাখ ২১ হাজার ২২৮ গবাদিপশু বিক্রি হয়েছে। বিক্রি হয়নি ২৩ লাখ ৫৯ হাজার ১৩৯টি পশু।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম পশু বিক্রি হয়েছে। এ বছর ঢাকায় ২৫ লাখ ২০ হাজার, চট্টগ্রামে ১৯ লাখ ৭৪ হাজার আর রাজশাহীতে ২৩ লাখ পশু বিক্রি হয়। গত বছর কুরবানি ঈদে ৯৪ লাখ ৪৩ হাজারের বেশি পশু বিক্রি হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতবছর কুরবানিযোগ্য পশু ছিলো ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি। এর মধ্যে ১ কোটি ৪১ হাজার ৮১২টি পশু কুরবানি হয়েছে। অবিক্রিত ছিলো ২৪ লাখ ৯৪ হাজার ৫২১টি পশু। আর ২০২২ সালে সারা দেশে কুরবানি হয়েছিলো ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু।
এতো পশু অবিক্রিত থাকায় বড় ক্ষতির মুখে পড়েছেন খামারি ও ব্যাপারীরা। তবে ব্যাপারীদের চেয়ে ক্ষতিগ্রস্ত বেশি খামারিরা। যে খামারিরা বড় গরু বাজারে এনেছিলেন, তার অধিকাংশই অবিক্রিত রয়ে গেছে।