Can't found in the image content. যুক্তরাষ্ট্রে কনসার্টে গুলি, নিহত ২ | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

যুক্তরাষ্ট্রে কনসার্টে গুলি, নিহত ২

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: মঙ্গলবার, জুন ১৮, ২০২৪

যুক্তরাষ্ট্রে কনসার্টে গুলি, নিহত ২
টেক্সাসের রাউন্ড রকের ওল্ড সেটলারস পার্কে আয়োজিত কনসার্টে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় সময় শনিবার (১৫ জুন) রাতে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

রাউন্ড রক পুলিশের প্রধান অ্যালেন ব্যাংকস এক সংবাদ সম্মেলনে বলেন, কনসার্ট চলাকালে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে কেউ একজন বন্দুক বের করে গুলি করতে শুরু করেন। গুলিতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। ওই সময় সেখানে বিপুলসংখ্যক লোক উপস্থিত ছিলেন। সেখানে একাধিক ব্যক্তির শরীরে গুলি লাগে।’

রবিবার সন্ধ্যায় কর্তৃপক্ষ জানায়, বন্দুক হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে। হামলাকারী একজন কৃষ্ণাঙ্গ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে, শনিবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরের কাছে একটি ওয়াটার পার্কে গুলিতে শিশুসহ ১০ জন আহত হন। সূত্র: এনবিসি