Can't found in the image content. মোদি কোন ভগবানকে অনুসরণ করেন, জানতে চান রাহুল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

মোদি কোন ভগবানকে অনুসরণ করেন, জানতে চান রাহুল

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বুধবার, জুন ১২, ২০২৪

মোদি কোন ভগবানকে অনুসরণ করেন, জানতে চান রাহুল
ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে প্রশ্ন রেখে বলেছেন, ‘নরেন্দ্র মোদি বলেন যে, তিনি ভগবানের নির্দেশে কাজ করছেন। কিন্তু তিনি তো স্রেফ কতিপয় ধনী লোকদের জন্য কাজ করেন।’ রায়বেরেলি ও আমেথি থেকে আসা প্রায় ২ হাজার কংগ্রেস কর্মীর উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এমন কথা বলেন।

রাহুলের প্রশ্ন, মোদি কোন ভগবানকে অনুসরণ করেন? যে ভগবান মোদিকে কেবল করপোরেট জায়ান্টদের নির্দেশনা মেনে তাদের স্বার্থে কাজ করতে বলেন? এ সময় তিনি জানান, নরেন্দ্র মোদিকে হিন্দুস্তানের জনগণ প্রত্যাখ্যান করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এ সময় রাহুল গান্ধী রায়বেরেলি ও আমেথির কংগ্রেস কর্মীদের বলেন, ‘আপনারা তাকে (মোদিকে) রায়বেরেলি, আমেথি ও উত্তর প্রদেশ থেকে দেখিয়ে দিয়েছেন যে, হিন্দুস্তান তাকে প্রত্যাখ্যান করেছে।’ 

রাহুল গান্ধী মোদির কাছে প্রশ্ন রেখে আরও বলেন, ‘আমি জানি না, ঠিক কোন ধরনের ভগবানকে তিনি অনুসরণ করেন, যিনি কি না করপোরেট জায়ান্ট নির্দেশনায় কাজ করে তাদের সহায়তা করছেন কেবল।’ 

সর্বশেষ লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী বিশাল ব্যবধানে বিজেপির দুই প্রার্থীর বিরুদ্ধে দুটি আসন থেকে জিতেছেন। 

এ সময় তিনি তার বোন প্রিয়াঙ্কা গান্ধীর কথা উল্লেখ করে বলেন, ‘যদি সে তার (মোদির) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করত, তবে তিনি ২ থেকে ৩ লাখ ভোটের ব্যবধানে হারতেন।’ বিষয়টির প্রতি ইঙ্গিত করে মোদিকে জড়িয়ে তিনি বলেন, ‘এমনকি খোদ বারাণসী থেকেও নরেন্দ্র মোদি অল্পের জন্য নিজেকে বাঁচাতে পেরেছেন।’ 

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ২০১৯-২০ সালে উত্তর প্রদেশের কৃষক আন্দোলনের কথা স্মরণ করে বলেন, ‘রায়বেরেলি ও আমেথির সঙ্গে আমার পরিবারের সম্পর্ক ১০০ বছরের পুরোনো। এখান থেকে জওহরলাল নেহরু কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন। আমরা আপনাদের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত নই, আমরা দুটি নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে আবেগ দিয়ে যুক্ত।’