চতুর্থ ধাপের ৬০ উপজেলা নির্বাচনে প্রথম চার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ দশমিক ৩১ শতাংশ।
বুধবার (৫ জুন) নির্বাচন ভবনে সংবাদিকদের এই তথ্য জানান কমিশন (ইসি) সচিব শফিউল আজিম।
তিনি বলেন, ২৬ জেলার ৬০ উপজেলায় নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। বিকেল চারটায় ভোট শেষ হবে।
গত ৮ মে থেকে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আগামী ৯ জুন ২০ উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে এবারের ভোটগ্রহণ শেষ হবে।