জাতীয় সংসদ নির্বাচনে একাধিক দিনে ভোটগ্রহণ বিষয়ে যে আলোচনা হয়েছে তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ব্যক্তিগত বলে দাবি করেছেন ইসি মো. আলমগীর।
তিনি বলেন, কমিশন এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইসি আলমগীর বলেন, আমাদের বক্তব্য হলো ভোটগ্রহণ পদ্ধতি ঠিক করবে রাজনৈতিক দল, সংসদ, ভোটাররা। সংবিধানে যে অবস্থা থাকবে, সেই অবস্থার মধ্যে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনটা সুষ্ঠু করার। ওটা নিয়ে আমাদের ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ নেই। সিইসি কমিশনের কোনো সিদ্ধান্ত হিসাবে ওইসব কথা বলেননি। একাডেমিক আলোচনার ক্ষেত্রে উনি যেটা মনে করেন সেটা বলেছেন।
এ দেশের প্রেক্ষাপটে ধাপে ধাপে নির্বাচনের প্রয়োজনীয়তা আছে কি না জানতে চাইলে মো. আলমগীর বলেন, কমিশন কোনো গাইডলাইন দিতে পারে না, সুপারিশ করতে পারে না। রাজনৈতিক দলের প্রতিনিধিরাই ঠিক করে দেবেন যে, এই দেশের শাসন ব্যবস্থা কেমন হবে, গণতান্ত্রিক ব্যবস্থা কেমন হবে, সরকার ব্যবস্থা কেমন হবে, নির্বাচন ব্যবস্থা কেমন হবে।
নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। ইভিএমের ভালো দিকগুলো নিয়ে ব্যক্তিগত আলোচনা হয়েছে। আনোয়ারুল আজিম আনারের ঝিনাইদহ-৪ আসনে উপনির্বাচনের বিষয়ে আলমগীর বলেন, উনি (আনার) মারা গেছেন কি না সেটি আমরা অফিসিয়ালি জানি না। সংসদ যদি আসনটি শূন্য ঘোষণা করে তখন আমরা নির্বাচনের ব্যবস্থা করব।