Can't found in the image content. ৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার | আপডেট: বুধবার, মে ২৯, ২০২৪

৮৭ উপজেলায় ভোটগ্রহণ চলছে
তৃতীয় ধাপে দেশের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এর মধ্যে ইভিএমের মাধ্যমে ১৬টি। বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইসি জানিয়েছে, এই ধাপে ১১২ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। এর মধ্যে ঘূর্ণিঝড় রিমালের কারণে ২২ উপজেলার ভোট স্থগিত হয়েছে। পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তিন পদের সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় সেখানে ভোট হচ্ছে না। বাকিগুলোতে নানা জটিলতায় ভোট হচ্ছে না। সব মিলিয়ে এই ধাপে ৮৭ উপজেলায় আজ ভোট হচ্ছে।

ইসির দেওয়া তথ্য অনুযায়ী, তৃতীয় ধাপে মোট ১ হাজার ১৫২ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭, ভাইস চেয়ারম্যান ৪৫৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন।

তৃতীয় ধাপে ভোটগ্রহণের প্রস্তুতি শেষ হয়েছে বলে মঙ্গলবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, আগের মতোই ভালো প্রস্তুতি আছে। আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসে কোনো কেন্দ্রে ওই একটি ভোটই হবে। দুটা দেখানোর কোনো সুযোগ নেই। ভোট বাড়ানো বা কমানোর কোনো সুযোগ নেই। কেউ যদি এ কাজ করে এবং তা যদি প্রমাণ হয়, তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নেব।