ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

পূর্ণ শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘রেমাল’

আবহাওয়া ডেস্ক | আপডেট: সোমবার, মে ২৭, ২০২৪

পূর্ণ শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড়  ‘রেমাল’
পূর্ণ শক্তি নিয়ে উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। রাত ৯ টায় উপকূল অতিক্রম শুরু করে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র স্থলভাগে উঠে এসেছে। মোংলা খেপুপড়া ও পশ্চিমবঙ্গ দিয়ে অতিক্রম করছে। পুরো জার্নি সম্পন্ন হতে ৫-৬ ঘণ্টা লাগতে পারে। এখনও উপকূল অতিক্রম করছে। দমকা হাওয়া ও ঝোড়ো হাওয়া বইছে। উপকূল অতিক্রম করে ক্রমান্বয়ে উত্তরে ঢুকে পড়েছে। রাতে বাতাসের গতিবেগ বাড়তে পারে। যেহেতু জোয়ারের সময় উপকূলে আঘাত হেনেছে, ৮-১২ ফিট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে।

বর্তমানে ১৫-১৮ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় এগিয়ে চলছে। এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ বাতাসের গতিবেগ ৮৯ কিলোমিটার, পটুয়াখালী। সর্বোচ্চ গতিবেগ ১০০-১২০ কিলোমিটার হতে পারে।

এর শক্তিমাত্রা এখনও অব্যাহত আছে। আজ রাতেও অব্যাহত থাকবে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র শক্তিশালী হলেও স্থলভাগ অতিক্রমের সময় দুর্বল নিম্নচাপে পরিণত হতে পারে। রিমালের প্রভাবে অতি ভারী বর্ষণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধ্বসের শঙ্কা রয়েছে। 

রিমালের প্রভাবে রাজধানীসহ দেশের উপকূলীয় এলাকাগুলোতে আরো দু থেকে তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।