Can't found in the image content. হামাসের দাবি অস্বীকার করল ইসরাইল | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

হামাসের দাবি অস্বীকার করল ইসরাইল

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, মে ২৬, ২০২৪

হামাসের দাবি অস্বীকার করল ইসরাইল
গাজায় ইসরাইলি সৈন্যদের আটকের দাবি করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। রোববার হামাসের সশস্ত্র শাখার একজন মুখপাত্র বলেছেন, তাদের যোদ্ধারা শনিবার উত্তর গাজার জাবালিয়ায় যুদ্ধের সময় ইসরাইলি সৈন্যদের আটক করেছে। তবে ইসরাইলি সামরিক বাহিনী হামাসের এ দাবি অস্বীকার করেছে।

ইসরাইলের কতজন সৈন্যকে আটক করা হয়েছে তা বলেননি হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র। পাশাপাশি তাদের এই দাবির পক্ষে কোনো প্রমাণও দেখাননি।

রোববার আলজাজিরায় পাঠানো এক রেকর্ড বার্তায় আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, আমাদের যোদ্ধারা ইহুদিবাদী বাহিনীকে একটি সুড়ঙ্গের মধ্যে অতর্কিত হামলার জন্য প্রলুব্ধ করে। এ সময় আমাদের যোদ্ধাদের হামলায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে কেউ কেউ নিহত, আহত এবং বাকিদের বন্দি করা হয়েছে। 

রোববার ইসরাইলি সেনাবাহিনী হামাসের সশস্ত্র শাখার এ দাবি অস্বীকার করেছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের কোনো সৈন্যকে হত্যা বা অপহরণ করা হয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি।