Can't found in the image content. এমপি আজিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

এমপি আজিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিশেষ প্রতিবেদক | আপডেট: বুধবার, মে ২২, ২০২৪

এমপি আজিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

তিনবারের সংসদ সদস্য এবং ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়। 

শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আজিম। পরে বুধবার তার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে আনোয়ারুল আজিমের লাশ উদ্ধার করা হয়।