Can't found in the image content. আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪ |

EN

চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

মাইনুল ইসলাম রাজু, আমতলী প্রতিনিধি। | আপডেট: রবিবার, মে ১৯, ২০২৪

আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে বরগুনার আমতলী  উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী ও এক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। 

জানা গেছে, আমতলী উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সারোয়ার ফোরকান, জেলা যুবলীগের সহ-সভাপতি এলমান আহাম্মেদ সুহাদ তালুকদার, চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন হাওলাদার ও ঢাকা বারের সদস্য অ্যাডঃ মোঃ মোশাররফ হোসেন মোল্লা মনোনয়ন পত্র দাখিল করেন।

নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মণি, সাবেক ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার জোসনা, উপজেলা যুবলীগ নেত্রী জেসিকা তারতিলা জুথি এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বীরমুক্তিযোদ্ধা সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডঃ আবুল কালাম শামসুদ্দিন শানু, উপজেলা ছাত্র ও যুবলীগের সাবেক সভাপতি  মোয়াজ্জেম হোসেন খান, অ্যাডঃ মাহবুবর রহমান মঈন পাহলান, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ ও উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ নাজমুল হক মনোনয়ন পত্র দাখিল করেন।

আজ রবিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া ও নারী ভাইস চেয়াারম্যান পদে মাকসুদা আক্তার জোসনা তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়। 

বিষয়টি আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সেলিম রেজা নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, আগামী ৫ জুন আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন নারী ভাইস চেয়াারম্যান পদে ২জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্দিতা করবেন।