Can't found in the image content. অর্ধশত বছর পর পিরোজপুর শহর সেঁজেছে নতুন রুপে | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

যুবলীগের প্রথম জেলা সম্মেলন

অর্ধশত বছর পর পিরোজপুর শহর সেঁজেছে নতুন রুপে

শাফিউল মিল্লাত, পিরোজপুর প্রতিনিধি | আপডেট: শুক্রবার, মে ১৭, ২০২৪

অর্ধশত বছর পর পিরোজপুর শহর সেঁজেছে নতুন রুপে
প্রতিষ্ঠার অর্ধশত বছর পর পিরোজপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবলীগের জেলা সম্মেলন। শনিবার (১৮ মে) পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলায় প্রথম বারের মতো এই সম্মেলন হতে যাচ্ছে। ফলে উৎসাহ আর উদ্দীপনায় ভাসছেন নেতা কর্মীরা। এ সম্মেলনকে কেন্দ্র করে শহর সেঁজেছে নতুন রুপে বইছে উৎসবের আমেজ।

২০১০ সালের ১ আগস্ট সর্বশেষ জেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। এরপর দীর্ঘ ১৪ বছরে নতুন আর কোনো কমিটি উপহার দিতে পারেননি কমিটির সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর পিরোজপুরে যুবলীগের একটি বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতারা এসে ওই বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে সম্মেলন করার সিদ্ধান্ত দিলে সেটিও আর আলোর মুখ দেখেনি। তবে দীর্ঘদিন পর এ জেলায় সম্মেলন হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ফিরেছে প্রাণ চাঞ্চল্যতা। পদ প্রত্যাশীরা যে যার সাধ্যমতো প্রচারনা চালিয়ে যাচ্ছেন।কর্মীদের দাবি দলের দূর্দিনে যারা নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন তাদের মূল্যায়ন করা হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে ছয়টি জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হলেও পিরোজপুরে জেলা সম্মেলন এই প্রথম। ৫০ বছরের অধিক সময় পর পিরোজপুরে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এ সম্মেলনকে কেন্দ্র করে ব্যানার ফেস্টুন এ ছেয়ে গেছে রাস্তাঘাট। অনুষ্ঠানকে সফল করতে তৈরী হচ্ছে সম্মেলন স্থল।

এ সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মানিত অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সম্মেলনে স্থানীয় প্রায় ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন।

এ বিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সকাল ১১টায় জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মেলনকে কেন্দ্র করে সবধরনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।