এদিকে, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন, সরকারের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, তিনটি পাটকলে বিনিয়োগের জন্য ভারতের সাথে চুক্তি হয়েছে। কথা হয়েছে অন অ্যারাইভাল ভিসা চালুর বিষয়েও।
একই সাথে ভিসা প্রার্থীদের জটলা কমাতে দু' তিন বছরের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেয়ার ব্যাপারেও ভারতকে প্রস্তাব দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে পাটমন্ত্রী জানান, ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় সম্পর্ক জোরদারে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু।