ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, মে ১৩, ২০২৪

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা
কক্সবাজারের উখিয়ার আশ্রয় শিবিরে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝিকে নিজ ঘর থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মো. ইলিয়াস (৪৩) রোহিঙ্গা ক্যাম্প-৪ এর সি ব্লকের আবুল কাশেমের ছেলে।

সোমবার (১৩ মে) ভোরে রোহিঙ্গা ক্যাম্পে এক্সটেনশনের হ্যান্ডিক্যাফ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসাইন বলেন, ভোরের দিকে তার ঘরের দরজা ভেঙে অজ্ঞাতনামা ১০-১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে প্রবেশ করে তাকে ঘর থেকে টেনে-হিঁচড়ে হ্যান্ডিক্যাফ অফিসের পেছনে নিয়ে যায়। সেখানেই মো. ইলিয়াসকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

ইলিয়াসের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।