ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

কারিগরিতে পাশের হার ৮১.৩৮ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | আপডেট: রবিবার, মে ১২, ২০২৪

কারিগরিতে পাশের হার ৮১.৩৮ শতাংশ
এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে কারিগরি শিক্ষাবোর্ডে পাশের হার ৮১.৩৮ শতাংশ। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। 

প্রকাশিত ফলে কারিগরি শিক্ষা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৮ জন শিক্ষার্থী। 

পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা যাবে। এজন্য SSC Board name (প্রথম তিন অক্ষর) Roll Year টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC Dha 123456 2024 Send to 16222।

প্রসঙ্গত, এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯ লাখ ৯২ হাজার ৮৭৮ জন এবং ছাত্রী ১০ লাখ ৩১ হাজার ৩১৪ জন।