ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

এবার কতজন জিপিএ-৫ পেল?

সিনিয়র করেসপন্ডেন্ট | আপডেট: রবিবার, মে ১২, ২০২৪

এবার কতজন জিপিএ-৫ পেল?
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।

রোববার শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানিয়েছে। 

গত বছর ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।  এবার ১ হাজার ৪৪৯ জন কম জিপিএ-৫ পেয়েছে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ।

যশোর বোর্ডে সর্বোচ্চ পাশের হার ৯২ দশমিক ৩২ শতাংশ। আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাশের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ।

এ ছাড়া ঢাকা বোর্ডে পাশের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, রাজশাহীতে ৮৯ দশমিক ২৫, কুমিল্লায় ৭৯ দশমিক ২৩, চট্টগ্রামে ৮২ দশমিক ৮০, বরিশালে ৮৯ দশমিক ১৩, দিনাজপুরে ৭৮ দশমিক ৪০ শতাংশ ও ময়মনসিংহে ৮৪ দশমিক ৯৭ শতাংশ।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১২ মার্চ।

এ বছর মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সারা দেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।