হবিগঞ্জ বানিয়াচং উপজেলার মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুটি বুথে ৫ ঘণ্টায় মাত্র ১৬টি ভোট পেড়েছে। এ দুটি বুথে মোট ভোট রয়েছে ৯৩৭টি। এ দুটি বুথে বিভিন্ন প্রার্থীর এজেন্ট দায়িত্ব পালন করছেন ৯ জন। আর পোলিং অফিসার রয়েছেন ৬ জন। এ কেন্দ্রে ৬টি বুথের সবগুলোতে মোট ৭ শতাংশ ভোট পড়েছে।
বিষয়টি নিশ্চিত করে প্রিসাইডিং অফিসার মো. জাকির হোসেন বলেন, ভোটে আগ্রহ কম হওয়ার কারণ হচ্ছে এখন কাজের মৌসুম। সবাই কাজে ব্যস্ত। তাছাড়া হালকা বৃষ্টিও হচ্ছে। তাই হয়তো ভোটার উপস্থিতি কম। বিকালে হয়তো কিছু মানুষ আসতে পারে।
পোলিং অফিসার শিখা রানী দাস বলেন, তার বুথে মোট ভোটার আছেন ৪৬৪ জন। কিন্তু বেলা ১টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ৬ জন।
বেবী রানী পাল বলেন, তার বুথে মোট ভোট রয়েছে ৪৭৩টি। কিন্তু বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১০টি। ভোটার আসছে না।
জানা গেছে, এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৬৯৯ জন। এ সময়ে ভোট পড়েছে ২০৫টি।