দেশের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে নলছিটি উপজেলা পরিষদ নির্বাচন।
নলছিটি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের পর পরই শুরু হয়েছে প্রচার প্রচারনা। বেশিরভাগ প্রার্থীর পক্ষেই চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা
নলছিটি উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী (আনারস),বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জি.কে. মোস্তাফিজুর রহমান (দোয়াত-কলম) এবং সালাহ উদ্দিন খান সেলিম (মোটর সাইকেল) প্রতীক নিয়ে স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্য নির্বাচনের মাঠে অবতীর্ণ হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন (মাইক), মো. বদরুল আলম (তালা), মো. মনিরুজ্জামান মনির (বই), জেএম হাতেম (চশমা), শরীফ মিজানুর রহমান লালন (টিউবওয়েল), মো. হানিফ হাওলাদার (টিয়া পাখি)।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সাবেক ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম (প্রজাপতি), জাকিয়া খাতুন সিমা (ফুটবল),আয়শা আক্তার রিনা (কলস), মোসাম্মৎ নাছিমা আক্তার (পদ্মফুল), দিলরুবা মাহমুদ (হাঁস) মার্কা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছেন।
২ মে বৃহস্পতিবার দুপুরের পর জেলা নির্বাচন কর্মকর্তা মোহা: আ: ছালেক প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।
উপজেলা পরিষদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।