Can't found in the image content. কটিয়াদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আবুল কাসেম শিশির | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

কটিয়াদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আবুল কাসেম শিশির

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, মে ২, ২০২৪

কটিয়াদীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আবুল কাসেম শিশির
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মসূয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম শিশির।  

সোমবার (২৯ এপ্রিল) উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেন। 

জানা গেছে, মো. আবুল কাসেম শিশির মসূয়া উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকেই সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মসূয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাসেম শিশির বলেন, 'আজ শিক্ষক হিসাবে জাতির জন্য কিছু করতে পেরেছি। এই স্বীকৃত আমার জীবনের সেরা প্রাপ্তি। সামনের দিনগুলোতে আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য আরও ভালো কিছু করতে চাই, জানান তিনি।'