ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন এরদোগান

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

যুক্তরাষ্ট্র সফর স্থগিত করলেন এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান আগামী ৯ মে নির্ধারিত হোয়াইট হাউস সফর স্থগিত করেছেন।

সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্টের সময়সূচি পরিবর্তনের ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করা হবে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের এক মুখপাত্র শুক্রবার বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে এরদোগানকে স্বাগত জানাতে চায় হোয়াইট হাউস। কিন্তু আমরা এখনো সময়সূচি ঠিক করতে পারিনি। 

এরদোগান ও বাইডেন ইসরাইলের যুদ্ধ, প্রতিরক্ষা সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। 

আঙ্কারা দীর্ঘদিন ধরে ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের বিষয়ে মার্কিন অবস্থানের সমালোচনা করে আসছে। বিশেষ করে নেতানিয়াহু প্রশাসনের প্রতি ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন। 

ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান কেনা এবং তুরস্ক ইতোমধ্যে যে জেটগুলো কিনেছে সেগুলোর আধুনিকায়ন প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে বলে ধারনা করা হচ্ছে। গত চার দশক ধরে তুরস্কে হাজার হাজার মানুষকে হত্যা করা পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সিরিয়ান শাখা ওয়াইপিজির প্রতি মার্কিন সমর্থনে তুরস্কের হতাশাও আলোচ্যসূচিতে থাকতে পারে।