দেশের বেশকিছু জেলার ওপর দিয়ে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এই অবস্থায় সোমবার (২২ এপ্রিল) থেকে পরবর্তী ৭২ ঘণ্টা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ।
তিনি জানান, ৭২ ঘণ্টার জন্য ‘হিট অ্যালার্ট’ জারি করা হয়েছে এর অর্থ আরও তিন দিন তীব্র গরমের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে যেতে হবে।