Can't found in the image content. বিএনপি জঙ্গিবাদের ঠিকানা: ওবায়দুল কাদের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

বিএনপি জঙ্গিবাদের ঠিকানা: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | আপডেট: শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

বিএনপি জঙ্গিবাদের ঠিকানা: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে মহাবিপদে আছে বিএনপি। তাদের হাল ধরার কেউ নেই। তারা পথহারা পথিক, এরা জঙ্গিবাদের ঠিকানা।

শুক্রবার বিকালে রাজধানীর কেআইবিতে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এদেশের উন্নয়ন অগ্রগতির পথে প্রধান অন্তরায় জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। দেশের উন্নয়ন সমৃদ্ধিকে বাঁচাতে হলে যেকোনো মূল্যে এদেরকে রুখতে হবে।

এদেশের স্বাধীনতা আন্দোলনের সূচনাই হয়েছে কৃষকদের হাতে উল্লেখ করে তিনি বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। এটাকে গুরুত্ব দেওয়ার ফলে বিশ্ব সংকটে কঠিন পরিস্থিতি সহজে মোকাবিলা করতে পেরেছে বাংলাদেশ। 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যারা এদেশকে নিয়ে বেশি কথা বলেন, কথায় কথায় সরকারের সমালোচনা করেন, যারা আন্দোলনে ব্যর্থ নির্বাচনে ব্যর্থ, তারাই গণতন্ত্রের সমালোচনা করে। তারা নিজেরা বিপদে পড়ে দেশকে বিপদে ফেলার অপচেষ্টা করে। তবে যতদিন শেখ হাসিনা আছেন এদেশ ততদিন নিরাপদ থাকবে।