Can't found in the image content. ঢাকা এখনো ফেরেনি চিরচেনা কর্মব্যস্ততায় | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

ঢাকা এখনো ফেরেনি চিরচেনা কর্মব্যস্ততায়

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ঢাকা এখনো ফেরেনি চিরচেনা কর্মব্যস্ততায়
ঈদের ছুটির পর সোমবার অফিস-আদালতে প্রথম কর্মদিবসে উপস্থিতি ছিল খুব কম। ঢিলেঢালাভাবে চলেছে দাপ্তরিক কাজ। সচিবালয়ে অফিস করেছেন বেশ কয়েকজন মন্ত্রী। ঈদের পর প্রথম কার্যদিবসে অনেকে অফিস করলেও সচিবালয় এখনো ফেরেনি চিরচেনা কর্মব্যস্ততায়। ঈদের ছুটির সাথে বাড়তি ছুটি নেয়া অনেকে এখনো ঢাকা ফেরেননি। অন্যরা অফিসে ফিরলেও বেশি সময় পার করেছেন শুভেচ্ছা আর কুশল বিনিময়ে।  

এদিকে, ব্যাংক পাড়া মতিঝিলের চিত্র কিছুটা ভিন্ন। ব্যাংকগুলোতে স্বল্প জনবল নিয়েই কাজ চলছে পুরোদমে। চাপ কম থাকায় স্বাচ্ছন্দেই কাজ সারছেন ক্লায়েন্টরা। দু'এক দিনের মধ্যেই বাণিজ্যিক এলাকা মতিঝিলসহ রাজধানীর অফিসপড়াগুলো আবার কর্মচঞ্চল হয়ে উঠবে। 

রাজধানীর সড়কগুলোও এখনো ফাঁকা। যানজট না থাকায় সহজেই গন্তব্য পৌঁছতে পারছে মানুষ। স্বল্প সংখ্যক যাত্রী নিয়ে যানবাহনও চলছে কম। তবে দুএকদিনের মধ্যেই যাত্রীর চাপ বাড়বে- প্রত্যাশা পরিবহন সংশ্লিষ্টদের।