ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

ক্লাস-পরীক্ষা চালু রেখেই জবিতে ১৮ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত

লিয়ন সরকার, স্পোর্টস রিপোর্টার | আপডেট: সোমবার, এপ্রিল ১৫, ২০২৪

ক্লাস-পরীক্ষা চালু রেখেই জবিতে ১৮ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত
ক্লাস-পরীক্ষা চালু রেখেই আগামী ১৮ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বাংলা নববর্ষ উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় এইদিনে বিভিন্ন বিভাগে সেমিস্টার ফাইনাল পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা ও ক্লাস-চালু রয়েছে। এতে বিভ্রান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

এর আগে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয় থাকায় এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা নববর্ষ উদযাপনের  জন্য ১৪-এপ্রিলের পরিবর্তে ১৮ এপ্রিল অনুষ্ঠানমালা আয়োজনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৮ এপ্রিল  প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ,  নৃবিজ্ঞান বিভাগ, ফার্মাসি ও গনিত বিভাগসহ বেশকিছু বিভাগে পরীক্ষা ও ক্লাস রাখা হয়েছে। এদের মফহ্যে বেশ কয়েকটি বিভাগেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা রয়েছে।

১৪ এপ্রিলের পরিবর্তে ১৮ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্তের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে  বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কারণ হিসেবে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা বলা হলেও এদিন বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পরীক্ষাসহ ক্লাস থাকায় বিভ্রান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এবিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা না থাকায় ক্ষোভও প্রকাশ করেছেন তারা। 

নৃবিজ্ঞান বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন,  বর্ষবরণ উদযাপনের দিন পরিক্ষা না নেওয়াই ভালো। দেখা যায়, আমরা যারা সংস্কৃতিমনা তাদের সেদিন এই প্রোগ্রামে থাকার আগ্রহ থাকে। আবার বিশ্ববিদ্যালয়ে ধুমধাম করে প্রোগ্রাম হওয়ার সময়ে পরিক্ষা অনুষ্ঠিত হওয়াটা বেমানান মনে হয়। পরীক্ষার পরিবেশ এসময়ে থাকেনা।

এছাড়া গনিত বিভাগের ১৭ তম আবর্তনের শিক্ষার্থী  রিদয় আহমেদ ফ্রিডমবাংলা নিউজেকে জানায়,  আমরা অনেক শিক্ষার্থী বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। কিন্তু একই দিনে আমাদের মিড পরীক্ষা রাখা হয়েছে। সাধারণ মিছিলে, মাইকের শব্দে যখন ক্লাস করা কষ্টকর হয়, সেখানে এতো বড় আয়োজনে পরীক্ষার পরিবেশ পাওয়া নিয়ে আমরা চিন্তিত।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম জানান, এ বিষয়গুলো বিভাগের ইখতিয়ারে থাকে। কিছু ডিপার্টমেন্ট ইতিমধ্যে তাদের পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। বিভাগগুলো পরীক্ষা নিলে আমাদের বাঁধা নেই। তবুও এ বিষয়ে আমি উপাচার্যের সাথে কথা বলে বিস্তারিত জানাতে পারবো। 

উল্লেখ্য, ১৪ -এপ্রিল সারা দেশব্যাপী বাংলা নববর্ষ- ১৪৩১ উদযাপিত হলেও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৪ এপ্রিলের পরিবর্তে ১৮ -এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনের সিদ্ধান্ত নেয়।