ফ্রিডম বাংলা নিউজ

বুধবার, জুলাই ৩, ২০২৪ |

EN

কমলাপুরে উপচে পড়া ভিড়েও ট্রেনে ঈদযাত্রায় স্বস্তি

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, এপ্রিল ৭, ২০২৪

কমলাপুরে উপচে পড়া ভিড়েও ট্রেনে ঈদযাত্রায় স্বস্তি
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঈদে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। পরিবারের সঙ্গে ঈদ করতে সকাল থেকে ট্রেনে রাজধানী ছাড়ছে অনেকে। যথা সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় খুশি যাত্রীরা। স্বস্তির বাহনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যথাসময়ে ট্রেন ছাড়ার এই ধারা অব্যাহত রাখার কথা জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। 
 রাজধানীর কমলাপুর স্টেশনের প্লাটফর্মে ট্রেনটি ভেড়ার পরই উত্তরবঙ্গের যাত্রীরা ছুটতে থাকেন এভাবে। পরিবার পরিজন নিয়ে নিরাপদ বাহনে  বাড়ি যাচ্ছেন এতে খুশি সবাই।

ঈদ যাত্রার পঞ্চম দিনে কমলাপুর স্টেশন থেকে সারাদেশের বিভিন্ন প্রান্তে কিছুক্ষণ পরপর যথাসময়ে ছাড়ছে ট্রেন। এবারের ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক বলছেন তারা।  

অনলাইনে টিকেটের ব্যবস্থা। তাই প্লাটফর্মে যাত্রীদের অপেক্ষার প্রহর থাকলেও, স্টেশনের কাউন্টারে নেই দীর্ঘ লাইন। তবে অনেকে অনলাইনে একটার বেশি টিকেট কাটতে না পেরে কাটছেন স্ট্যান্ডিং টিকেট। 

রেল কর্তৃপক্ষ জানালেন, ৬৭ জোড়া ট্রেনের পাশাপাশি ৮ জোড়া ট্রেনে চড়ে দেড় লাখের বেশি মানুষ যাচ্ছে কাঙ্ক্ষিত গন্তব্যে। আগামী দু'দিন ভিড় আরও বাড়লেও ট্রেন ছেড়ে যাবে যথাসময়ে।

অনিয়ম, বিশৃঙ্খলা এড়াতে রেলস্টেশনে তিনস্তরের টিকেট চেকিং ব্যবস্থা রয়েছে। নিরাপত্তা জোরদারে পুলিশ- র‍্যাবসহ রয়েছে অন্যান্য বাহিনীর সদস্যরাও।