ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

পুলিশের চাঁদাবাজি বন্ধসহ সিএনজি চালকদের ৩ দফা

স্টাফ রিপোর্টার | আপডেট: বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪

পুলিশের চাঁদাবাজি বন্ধসহ সিএনজি চালকদের ৩ দফা
সড়কে নো-পার্কিং ও রেকারিংয়ের নামে পুলিশের চাঁদাবাজি বন্ধসহ ৩ দফা দাবিতে সমাবেশ করেছে সিএনজি চালকরা। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে দাবিগুলো তোলা হয়।

সংগঠনের আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে ও আব্দুল জব্বার মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তৃতা করেন, সংগঠনের সদস্য সচিব শাখাওয়াত হোসেন দুলাল, চট্টগ্রামের শ্রমিক নেতা ফারুক হোসেন, আব্দুল জব্বার মিয়া, মোহাম্মদ ইসলাম, মামুন-উর-রশিদ পিন্টু, নূর মোর্শেদ, আবু নাসের ব্যাপারী, জাকির হোসেন, সাহাদাত হোসেন রনি, মো. মনির হোসেন, সালাউদ্দিন, রেজাউল করিম, রুহুল আমিন প্রমুখ।

নেতারা বলেন, প্রতিটি ঈদে চালকদের ঈদ বোনাস প্রদান, নো-পার্কিং ও রেকারিংয়ের নামে পুলিশের চাঁদাবাজি বন্ধ, ঢাকা ও চট্টগ্রাম মহানগরী হতে মেয়াদোত্তীর্ণ প্রাইভেট সিএনজি অটোরিকশাগুলো উচ্ছেদ করতে হবে।