ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াং নিন প্রদেশে মিথেন গ্যাসের আগুনে চার কয়লাখনি শ্রমিক প্রাণ হারিয়েছেন। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও সাতজন।
ভিয়েতনাম সংবাদ সংস্থা জানিয়েছে, বুধবার ভোরে (স্থানীয় সময়) ক্যাম ফা শহরের ২৩ বর্গমিটারজুড়ে থাকা খনিটিতে খননের সময় দুর্ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, খনিটি ভিয়েতনাম ন্যাশনাল কোল অ্যান্ড মিনারেল ইন্ডাস্ট্রিজ গ্রুপের থং নাত কয়লাখনি কোম্পানির অধীনে তাদের কার্যক্রম চালাচ্ছিল।
মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আহত শ্রমিকদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। তবে ভিয়েতনামে এমন দুর্ঘটনা এটি প্রথম নয়। এর আগে গত বছর দেশটির রাষ্ট্রীয় কয়লাখনিতে দুর্ঘটনায় অন্তত ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সিনহুয়া।