ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, জুলাই ৬, ২০২৪ |

EN

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি
মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জুয়ান ভিসেনটি পেরেজ মোরা। মঙ্গলবার ১১৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। মোরা দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার নাগরিক ছিলেন।

২০২২ সালের ৪ ফেব্রুয়ারি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। সে সময় তার বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মোরার মৃত্যুর সংবাদ শেয়ার করেছেন। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দুঃখ প্রকাশ করেছেন।

তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ১১৪ বছর বয়সি জুয়ান ভিসেনটি পেরেজ মোরা আজ আমাদের ছেড়ে অন্তলোকে যাত্রা করেছেন।’ এনডিটিভি।