Can't found in the image content. জিয়া ছিলো আওয়ামী লীগ সরকারের বেতনভুক্ত কর্মচারি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

জিয়া ছিলো আওয়ামী লীগ সরকারের বেতনভুক্ত কর্মচারি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, মার্চ ২৭, ২০২৪

জিয়া ছিলো আওয়ামী লীগ সরকারের বেতনভুক্ত কর্মচারি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চোখে স্বৈরতন্ত্রের ঠুলি পড়া বলেই তারা চোখে গণতন্ত্র দেখতে পায় না। 

বিএনপি নেতাদের সমালোচনার জবাবে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে যুদ্ধটা করেছিল কে?। যুদ্ধের সময় সরকার ও সেক্টর গঠন করে যুদ্ধ পরিচালনা করেছিল। জিয়াউর রহমান সেই সরকারের অধীনে বেতনভুক্ত কর্মচারী ছিল।

মুক্তিযুদ্ধের শুরুতে পাকিস্তানীদের পক্ষে চট্টগ্রামে মুক্তিকামী জনগণের উপর গুলি চালিয়ে ছিল বলেও জানান প্রধানমন্ত্রী। বিএনপির ভারত বর্জন নিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি নেতারা তাদের স্ত্রীদের ভারতীয় শাড়ি এনে পুড়িয়ে ফেলছে না কেন?।  

স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়