Can't found in the image content. বাংলাদেশ-ভুটান তিনটি সমঝোতা স্মারক সই ও একটি চুক্তির নবায়ন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

বাংলাদেশ-ভুটান তিনটি সমঝোতা স্মারক সই ও একটি চুক্তির নবায়ন

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, মার্চ ২৫, ২০২৪

বাংলাদেশ-ভুটান তিনটি সমঝোতা স্মারক সই ও একটি চুক্তির নবায়ন
বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি চুক্তির নবায়ন ও তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করে দু’দেশ।   

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুককে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সোয়া একটায় ভুটানের রাজাকে স্বপরিবারে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী।   

সমঝোতা স্মারকগুলো হচ্ছে–  বাংলাদেশের সহায়তায় থিম্পুতে একটি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রতিষ্ঠা, কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং ভোক্তা সুরক্ষায় প্রযুক্তিগত সহযোগিতা। সেইসাথে সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির নবায়নে স্বাক্ষর করে দু’দেশ।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক করেন ভুটানের রাজা ওয়াংচুক। এসময় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় তাঁদের।

২৬ মার্চ ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন রাজা। এদিন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতাল পরিদর্শন করবেন তিনি। এর পর রাষ্ট্রপতির সঙ্গে রাজার বৈঠকের কথা রয়েছে। আকাশ পথে ঢাকায় এসে সড়কপথে ২৮ মার্চ ভুটানে ফিরে যাবেন রাষ্ট্রীয় এই অতিথি।