Can't found in the image content. সৌদিতে ঈদের ছুটি টানা ৬ দিন | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

সৌদিতে ঈদের ছুটি টানা ৬ দিন

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: রবিবার, মার্চ ২৪, ২০২৪

সৌদিতে ঈদের ছুটি টানা ৬ দিন
সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে ঈদ উপলক্ষে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর সৌদিতে শুক্র ও শনিবার এমনিতে সাপ্তাহিক বন্ধ থাকে। ফলে সবমিলিয়ে এবারের ঈদে দেশটির সাধারণ মানুষ টানা ছয়দিনের ছুটি পেতে যাচ্ছেন।

রোববার ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। খবর গালফ নিউজের

রমজান মাসে বিশ্বের ১৮০ কোটি মুসলিম রোজা রাখেন। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন তারা। রোজার মাসে ধর্মীয় কার্যকলাপে মনোযোগ দেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রমজান মাস শেষে আসে খুশির ঈদ। এই দিনে পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয় প্রায় সবার। আনন্দের সঙ্গে উৎযাপিত হয় ঈদ।