ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

বিডিআর বিদ্রোহের মতো ঘটনা যেন আর না ঘটে: প্রধানমন্ত্রী

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: সোমবার, মার্চ ৪, ২০২৪

বিডিআর বিদ্রোহের মতো ঘটনা যেন আর না ঘটে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিডিআর বিদ্রোহে জড়িতদের শাস্তির আওতায় আনা হয়েছে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। শহীদ বিজিবি পরিবারের সদস্যের প্রতি সহমর্মিতাও জানান প্রধানমন্ত্রী। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, এখানে এলেই মনটা ভারী হয়ে যায়।

সোমবার (৪ মার্চ) সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সীমান্তে চোরাচালান প্রতিরোধ, দেশের ভিতরে অগ্নি-সন্ত্রাস মোকাবিলা করে বিজিবি জাতির আস্থা ও বিশ্বাস করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, মানবিক কারণে রোহিঙ্গা আশ্রয় দিয়েছে বাংলাদেশ, তাদের দেশে ফেরাতে প্রতিবেশি দেশের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। এবার বীরত্ব ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭২ বিজিবি সদস্যকে পদক দেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল সাড়ে নয়টায় পিলখানায় পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মুহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। পরে, প্যারেড পরিদর্শনের পাশাপাশি সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী।