প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনপ্রতিনিধি দিয়ে যাতে দেশের সার্বিক উন্নয়ন হয় তা নিশ্চিত করতে আওয়ামী লীগ সরকার ব্যবস্থা নিয়েছে। দেশের সার্বিক উন্নয়নই সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে করা হচ্ছে, এর সুফল জনগণ পাচ্ছে বলেও জানান তিনি। আর্থ-সামাজিক বঞ্চনার হাত থেকে দেশকে মুক্ত করতে জাতির পিতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়। সংবিধানেও জনসেবার পাশাপাশি কার্যপরিধি ও দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন তিনি।
এবারের স্থানীয় সরকার দিবসের প্রতিপাদ্য স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার। সকাল সাড়ে দশটায় অনুষ্ঠান শুরু হয়। সারাদেশ থেকে সিটি কর্পোরেশনের মেয়র, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলরসহ সাড়ে তিন হাজার জনপ্রতিনিধি অংশ নিচ্ছেন।