Can't found in the image content. বরগুনা রিপোর্টার্স ইউনিটিতে সাংসদ গোলাম সরোয়ার টুকু'র শুভেচ্ছা বিনিময় | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

বরগুনা রিপোর্টার্স ইউনিটিতে সাংসদ গোলাম সরোয়ার টুকু'র শুভেচ্ছা বিনিময়

বরগুনা প্রতিনিধি | আপডেট: শনিবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৪

বরগুনা রিপোর্টার্স ইউনিটিতে সাংসদ গোলাম সরোয়ার টুকু'র শুভেচ্ছা বিনিময়
বরগুনা-১ আসনের নব-নির্বাচিত সাংসদ গোলাম সরোয়ার টুকুর সাথে বরগুনা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 

আজ শুক্রবার রাত আটটায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।  শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, মাহবুবুল আলম মান্নু ও সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, শাওন মিয়াজী। 

শুভেছা বিনিময় কালে সাংসদ গোলাম সরোয়ার টুকু বলেন,সাংবাদিকরা হলো জাতির বিবেক তাই তাদের লেখনির মাধ্যমে যেন এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটে সে ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন বরগুনা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি, সাইফুল্লাহ নাসির,সহ-সভাপতি, রাশেদুল ইসলাম বশির, সাংগঠনিক সম্পাদক, সফিকুল ইসলাম রাসেল,বরগুনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, মোঃ মশিউর রহমান বাবুল,রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন সিকদার সহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ।