ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জনস্রোত

বিশেষ প্রতিবেদক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ২১, ২০২৪

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে জনস্রোত
অমর একুশে ফেব্রুয়ারি, বাঙালির ইতিহাসে একই সঙ্গে শোক আর গৌরবের দিন। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শহীদ মিনার প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। 

একুশের প্রথম প্রহরেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষের দীর্ঘ লাইন পড়ে যায় শহীদ মিনার অভিমুখে। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তারা।

শহীদ বেদীতে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। বাবা-মায়ের হাত ধরে এসেছে ছোট ছোট শিশুরাও। নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা সমুন্নত রাখতে বাংলা ভাষার চর্চা বাড়ানোর ওপর জোর দিলেন সবাই। তাগিদ দিলেন দেশিয় সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার।