Can't found in the image content. প্রস্তুত শহীদ মিনার, সারাদেশে কড়া নিরাপত্তা: র‍্যাব মহাপরিচালক | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ |

EN

প্রস্তুত শহীদ মিনার, সারাদেশে কড়া নিরাপত্তা: র‍্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ২০, ২০২৪

প্রস্তুত শহীদ মিনার, সারাদেশে কড়া নিরাপত্তা: র‍্যাব মহাপরিচালক
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশাপাশি সারাদেশেও কড়া নিরাপত্তার পরিকল্পনা নেয়া হয়েছে-জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন। এছাড়া মাদকের বিরুদ্ধে প্রচলিত আইনের বাইরেও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। 

ভাষা শহীদদের স্মরণে পুরোপুরি প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। শেষ হয়েছে আলপনার কাজ। শিল্পীর তুলির আচড়ে রঙ্গিন হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন র‍্যাব মহাপরিচালক।

নিরাপত্তায় তৎপর ছিলো বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগস্কোয়াডসহ র‍্যাবের অন্যান্য উইং।  

সংবাদ সম্মেলনে ডিজি র‍্যাব জানান, কোনো হুমকি নেই তবুও সিসিক্যামেরা, হেলিকপ্টার এবং ড্রোনের মাধ্যমে পুরো এলাকা নজরদারিতে রাখা হবে। দেয়া হবে দেশব্যাপি নিরাপত্তা।

এরপর সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের লেখা, মাদকের সাতসতেরো এবং কিশোর গ্যাং, বই দুটির মোড়ক উন্মোচন করেন ডিজি র‍্যাব। দেন মাদক নির্মূলে আরো কঠোর হওয়ার বার্তা।  

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরো জোরদারের নির্দেশও দেন খুরশীদ হোসেন।