ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

লঞ্চ চলাচল নিয়ে বিআইডব্লিউটিএ’র নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, আগস্ট ১১, ২০২১

লঞ্চ চলাচল নিয়ে বিআইডব্লিউটিএ’র নির্দেশনা

করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ বুধবার (১১ আগস্ট) থেকে শিথিল হচ্ছে। এ বিষয়ে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক, রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। সড়ক পথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি কর্পোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

 

এদিকে নৌযান চলাচলের বিষয়ে মঙ্গলবার (১০ আগস্ট) এক আদেশ জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

 

এতে বলা হয়েছে, বুধবার (১১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণ ক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচল করবে।

 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে মাস্ক পরিধান এবং স্বাস্থ্য অধিপ্তর প্রণীত সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

 

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ‘কঠোরতম বিধিনিষেধ জারি করে সরকার। সে মেয়াদ আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।