মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শনিবার (১৭ ফেব্রুযারি) সকালে হোটেল বায়োরিশার হোফের সম্মেলনস্থলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা বৈশ্বিক পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেন।
এর আগে, শনিবার একই ভ্যানুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী সভেঞ্জা শুলজে। প্রধানমন্ত্রী মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২৪ এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখ পৌঁছান। গত মাসে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সরকারি বিদেশ সফর। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও বৈঠক করেন।