Can't found in the image content. ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাব, ৩ নম্বর সতর্কতা সংকেত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

EN

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাব, ৩ নম্বর সতর্কতা সংকেত

নিজস্ব প্রতিবেদক | আপডেট: রবিবার, ডিসেম্বর ৫, ২০২১

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাব, ৩ নম্বর সতর্কতা সংকেত
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর প্রভাবে চট্টগ্রামে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ শনিবার  ভোর থেকে দিনের প্রায় পুরো সময়ে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত এবং নদী বন্দরকে ১ নম্বর নৌ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬ টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত চট্টগ্রাম ও আশেপাশের এলাকাসমূহে আকাশ আংশিক মেঘলাসহ সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিভিন্নস্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ সময় উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৫ কিলোমিটার, অস্থায়ী বা ঝড়ো হাওয়ার আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। 

আজ চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি। সর্বনিম্ম তাপমাত্রা ছিল ২১ দশমিক ১ ডিগ্রি সেন্টিগ্রেড যা স্বাভাবিকের চেয়ে ৫ দশমিক ৫ ডিগ্রি বেশি।

সুত্র: বাসস