Can't found in the image content. পালিয়ে এসে আত্মসমর্পণ করেছে আরো ৬৩ জন বিজিপি সদস্য | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪ |

EN

পালিয়ে এসে আত্মসমর্পণ করেছে আরো ৬৩ জন বিজিপি সদস্য

আমান উল্লাহ কবির, টেকনাফ প্রতিনিধি | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ৭, ২০২৪

পালিয়ে এসে আত্মসমর্পণ করেছে আরো ৬৩ জন বিজিপি সদস্য
মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)'র আরো ৬৩ সদস্যের একটি দল বুধবার দুপুরে এদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। 

সেদেশের চলমান সংঘাতে বিদ্রোহীদের সাথে লড়াইয়ে টিকতে না পেরে প্রান বাঁচাতে এদেশে স্বশস্ত্র ঢুকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র কাছে আত্মসমর্পণ করেছে।


তাদেরকে বিজিবি'র হেফাজতে নেওয়া হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মিয়ানমার বিজিপির সদস্যরা টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে এদেশে ঢুকে পড়ে তারা।

এসময় সীমান্তের ওপারে ব্যাপক গোলাগুলির শব্দ শুনা যায়। এ গুলাগুলির মধ্যে বিজিপি'র সদস্যরা পালিয়ে এসেছে। বর্তমানে তারা টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে হোয়াইক্যং বিওপি ক্যাম্পে বিজিবির হেফাজতে রয়েছে।

এনিয়ে ৩২৭ জন বিজিপি সদস্য পালিয়ে এসে এদেশে আশ্রয় নিয়েছে। 


এদিকে, মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনায় সীমান্তের মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।